Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
খুলনা ভার্সিটির বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল এর ভিতর পতিত জমিতে সূর্যমুখী ক্ষেত পরিদর্শন করেন খুলনা জেলার সুযোগ্য উপপরিচালক কৃষিবিদ কাজী জাহাংগীর হোসেন স্যার,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, খুলনা। আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব পংকজ কান্তি মজুমদার স্যার (অবসরপ্রাপ্ত) আরো উপস্থিত ছিলেন আমাদের মেট্রোপলিটন কৃষি অফিস এর কর্নধার কৃষিবিদ জনাব ফরহদিবা শাম্ স স্যার,লবনচরা, খুলনা। আরো উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের স্যারগন।



ইউনিয়ন অফিস পরিদর্শন:

প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তার জন্য একটি কক্ষ বরাদ্দ আছে। প্রতিটি ইউনিয়নে ০৩ (তিন) জন করে এবং পৌর এলাকায় ০১(এক) জন করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা কর্মরত আছেন। ইউনিয়ন পরিষদে কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র (FIAC) চালু আছে। সেখানে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ঘুর্নিয়মান অবস্থায় প্রতিদিন সকাল ০৯-০০ ঘটিকা হতে বিকাল ০৫-০০ ঘটিকা পর্যন্ত অবস্থান করে সেবা প্রদান করছেন। উপজেলা পর্যায়ে কর্মরত উপজেলা কৃষি অফিসার/অতিরিক্ত কৃষি অফিসার/কৃষি সম্প্রসারণ অফিসার/সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার নিয়মিত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সেবামূলক কার্যক্রম মনিটরিং করছেন এবং মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন কৃষি অফিসার/কৃষি সম্প্রসারণ অফিসার  নিয়মিত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সেবামূলক কার্যক্রম মনিটরিং করছেন। জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাগণ উপজেলা অফিসে কর্মরত I ইউনিয়ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের কার্যক্রম মনিটরিং করে থাকেন। মনিটরিং/ পরিদর্শনকালে উপস্থিত কর্মকর্তা/উপ-সহকারী কৃষি কর্মকর্তা I কৃষক/কৃষানীদের সেবামূলক পরামর্শ প্রদান করে থাকেন। SDG বাস্তবায়নের লক্ষ্যে G কার্যক্রম অব্যাহত আছে  এবং ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা করা যাচ্ছে।