Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
খুলনা ভার্সিটির বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল এর ভিতর পতিত জমিতে সূর্যমুখী ক্ষেত পরিদর্শন করেন খুলনা জেলার সুযোগ্য উপপরিচালক কৃষিবিদ কাজী জাহাংগীর হোসেন স্যার,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, খুলনা। আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব পংকজ কান্তি মজুমদার স্যার (অবসরপ্রাপ্ত) আরো উপস্থিত ছিলেন আমাদের মেট্রোপলিটন কৃষি অফিস এর কর্নধার কৃষিবিদ জনাব ফরহদিবা শাম্ স স্যার,লবনচরা, খুলনা। আরো উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের স্যারগন।



আমাদের অর্জন সমূহ

২০২৩-২৪ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ :

সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরে চালের মোট উৎপাদন ৫৮০৮৬৯মে.টন যা মধ্যে বোরো ধান ২৭০৭০৮ মে.টন (চালে), রোপা আমন ৩০৪৫৮১ মে.টন (চালে), আউশ ধান উৎপাদন ৫৫৮০ মে.টন (চালে) এবং মোট খাদ্য শস্যের (চাল+গম+ভূট্টা) উৎপাদন লক্ষ্য মাত্রা ৫৩৪৮৫৪ মে.টন।

লাগসই আধুনিক প্রযুক্তির উপর জন কৃষক কৃষানীকে ১৮৭৭৬ প্রশিক্ষণ প্রদান।

আধুনিক প্রযুক্তির উপর ৪৭৬ জন সম্প্রসারণ কর্মীকে প্রশিক্ষণ প্রদান।