Wellcome to National Portal
Main Comtent Skiped
New horizons of potential for off-season watermelon in Khulna. Although the delicious and juicy watermelon is primarily a summer fruit, it is now being cultivated extensively in Khulna even during the rainy season. Where farmers are successfully producing off-season watermelon.

Visit the Upazila Office

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ০৯ (নয়) টি উপজেলা ০২ (দুই) টি মেট্রোপলিটন কৃষি অফিস নিয়ে গঠিত। উপজেলা গুলো হচ্ছে-ডুমুরিয়া, ফুলতলা, দিঘলিয়া, তেরখাদা, রুপসা,বটিয়াঘাটা, দাকোপ, পাইকগাছা ও কয়রা। খুলনা সিটি কর্পোরেশনের মধ্যে কৃষি বিভাগীয় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মেট্রোপলিটন কৃষি অফিস, দৌলতপুর ও মেট্রোপলিটন কৃষি অফিস,লবনচরা এই দুই ভাগে বিভক্ত করে কৃষি বিভাগীয় কার্যক্রম অব্যাহত আছে। উপজেলা পর্যায়ে উপজেলা কৃষি অফিসার/অতিরিক্ত কৃষি অফিসার/কৃষি সম্প্রসারণ অফিসার/সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ইউনিয়ন পর্যায়ে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত পরিদর্শন করে থাকেন। মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন কৃষি অফিসার/কৃষি সম্প্রসারণ অফিসার ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার খুলনা সিটি কর্পোরেশনের মধ্যে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শন করেন। জেলা পর্যায়ে কর্মরত উপ-পরিচালক/জেলা প্রশিক্ষণ অফিসার/অতিরিক্ত উপপরিচালক (শস্য/ পিপি/উদ্যান) ও কৃষি প্রকৌশলী  উপজেলা অফিসে কর্মরত ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের কার্যক্রম মনিটরিং করে থাকেন।  মনিটরিং/ পরিদর্শনকালে উপস্থিত কর্মকর্তা/উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক/কৃষানীদের সেবামূলক পরামর্শ প্রদান করেন। কৃষি  সম্প্রসারণ অধিদপ্তর কৃষি উৎপাদন, বিপণন ও রপ্তানিতে যুগযুগ ধরে একটি গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে আসছে। কৃষি বিভাগ একটি পুরাতন ঐতিহ্যবাহী সরকারী প্রতিষ্ঠান। সার্বক্ষনিক কৃষকের উন্নয়ন ও সেবায় ব্যস্ত থাকেন। কৃষি উৎপাদনে আধুনিক ও লাগসই প্রযুক্তি কৃষকের দোর গোড়ায় পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অধিক ও মান সম্পন্ন ফসল উৎপাদনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অগ্রনী ভুমিকা পালন করে আসছে। যার কারনে দেশ আজ হয়েছে খাদ্যে স্বয়ং সম্পূর্ন এবং উদ্বৃত্ত খাদ্য বিদেশে রপ্তানী করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ  অকুতোভয় সৈনিকের মত খুলনা জেলার ৬৮ টি ইউনিয়ন, ০২ টি পৌরসভা ও ০২ টি মেট্রোপলিটন এলাকায় সার্বক্ষনিক ২১৪ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা্ অতন্দ্র প্রহরীর ন্যায়  জেলার ৩,২৭,৭১১ টি কৃষি পরিবারের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।