খরা ও বৃষ্টি পাতের বৈরী অবস্থায় আমন আবাদে কৃষকদের জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করা জরুরি। অতিরিক্ত পরিচালক, উপপরিচালক ও উপজেলা কৃষি অফিসার গণ এমনকি প্রকল্প পরিচালকগণ প্রয়োজনীয় ক্ষেত্রে সেচ পাম্প চালু রাখা বা বিকল্প ব্যবস্থা গ্রহণ করে কৃষকদের সহযোগিতা করতে হবে। মাঠ পরিদর্শন জোরদার করে যেখানে যে ব্যবস্থা নেয়া প্রয়োজন সেটি নিতে হবে।
আশা করছি এ বিষয়ে সকলের আন্তরিক প্রচেষ্টায় আমন আবাদ স্বাভাবিক থাকবে।