Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
বটিয়াঘাটা উপজেলায় বিসিআরএল প্রকল্পের আওতায় এফএফএস স্কুল ও অফ সিজন তরমুজের ক্ষেত পরিদর্শন করেন ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান অতিরিক্ত পরিচালক, প্রশাসন ও অর্থ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা মহোদয়, আরো উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল এর অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল, খুলনা মহোদয়। উপস্থিত ছিলেন খুলনা জেলার উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, খুলনা মহোদয়, পার্টনার প্রোগ্রাম এর সিনিয়র মনিটরিং অফিসার, মঃ মোছাদ্দেক হোসেন,খুলনা অঞ্চল, খুলনা মহোদয়,  উপজেলা কৃষি অফিসার মোঃ আবু বকর সিদ্দিক,বটিয়াঘাটা, খুলনা,কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আলঙ্গীর হোসেন, উপসহকারী কৃষি অফিসার বৃন্দ।বটিয়াঘাটা, খুলনা।


উপজেলা অফিস পরিদর্শণ

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ০৯ (নয়) টি উপজেলা ০২ (দুই) টি মেট্রোপলিটন কৃষি অফিস নিয়ে গঠিত। উপজেলা গুলো হচ্ছে-ডুমুরিয়া, ফুলতলা, দিঘলিয়া, তেরখাদা, রুপসা,বটিয়াঘাটা, দাকোপ, পাইকগাছা ও কয়রা। খুলনা সিটি কর্পোরেশনের মধ্যে কৃষি বিভাগীয় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মেট্রোপলিটন কৃষি অফিস, দৌলতপুর ও মেট্রোপলিটন কৃষি অফিস,লবনচরা এই দুই ভাগে বিভক্ত করে কৃষি বিভাগীয় কার্যক্রম অব্যাহত আছে। উপজেলা পর্যায়ে উপজেলা কৃষি অফিসার/অতিরিক্ত কৃষি অফিসার/কৃষি সম্প্রসারণ অফিসার/সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ইউনিয়ন পর্যায়ে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত পরিদর্শন করে থাকেন। মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন কৃষি অফিসার/কৃষি সম্প্রসারণ অফিসার ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার খুলনা সিটি কর্পোরেশনের মধ্যে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শন করেন। জেলা পর্যায়ে কর্মরত উপ-পরিচালক/জেলা প্রশিক্ষণ অফিসার/অতিরিক্ত উপপরিচালক (শস্য/ পিপি/উদ্যান) ও কৃষি প্রকৌশলী  উপজেলা অফিসে কর্মরত ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের কার্যক্রম মনিটরিং করে থাকেন।  মনিটরিং/ পরিদর্শনকালে উপস্থিত কর্মকর্তা/উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক/কৃষানীদের সেবামূলক পরামর্শ প্রদান করেন। কৃষি  সম্প্রসারণ অধিদপ্তর কৃষি উৎপাদন, বিপণন ও রপ্তানিতে যুগযুগ ধরে একটি গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে আসছে। কৃষি বিভাগ একটি পুরাতন ঐতিহ্যবাহী সরকারী প্রতিষ্ঠান। সার্বক্ষনিক কৃষকের উন্নয়ন ও সেবায় ব্যস্ত থাকেন। কৃষি উৎপাদনে আধুনিক ও লাগসই প্রযুক্তি কৃষকের দোর গোড়ায় পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অধিক ও মান সম্পন্ন ফসল উৎপাদনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অগ্রনী ভুমিকা পালন করে আসছে। যার কারনে দেশ আজ হয়েছে খাদ্যে স্বয়ং সম্পূর্ন এবং উদ্বৃত্ত খাদ্য বিদেশে রপ্তানী করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ  অকুতোভয় সৈনিকের মত খুলনা জেলার ৬৮ টি ইউনিয়ন, ০২ টি পৌরসভা ও ০২ টি মেট্রোপলিটন এলাকায় সার্বক্ষনিক ২১৪ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা্ অতন্দ্র প্রহরীর ন্যায়  জেলার ৩,২৭,৭১১ টি কৃষি পরিবারের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।