Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
অতিরিক্ত পরিচালক, জনাব মোঃ রফিকুল ইসলাম খুলনা অঞ্চল, খুলনা স্যার এবং সম্মানিত উপপরিচালক, জনাব মোঃ নজরুল ইসলাম, ডিএই, খামার বাড়ি, খুলনা, স্যার বিভিন্ন উপজেলায় বিসিআরএল কৃষক মাঠ স্কুল,  ও মাঠের  কৃষকদের সাথে মতবিনিময় করেন এবং এ সময় প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।



সাম্প্রতিক কর্মকাণ্ড

ভবিষ্যৎ পরিকল্পনা : 

                মাটির স্বাস্থ্য সুরক্ষা ও সার ব্যবস্থাপনা পরিবেশ বান্ধব  প্রযুক্তি সম্প্রসারণ,  জলবায়ুগত পরিবর্তনের কারনে সম্ভাব্য দূর্যোগ প্রবণ এলাকা  উপযোগী  কৃষি  প্রযুক্তি  সম্প্রসারণ,  সেচ  কার্যে  ভূ-উপরিস্থ  ও বৃষ্টির পানির দক্ষ ব্যবহার, চাষী পর্যায়ে মান সম্মত বীজ উৎপাদন, সংরক্ষণ  ও  বিতরণ,  মান সম্মত রপ্তানীযোগ্য  ফল,  ঘেরের আইলে সবজী  উৎপাদন  বৃদ্ধি  ও আবাদ সম্প্রসারণ, বসত বাড়ির আঙ্গিনার উপযুক্ত ব্যবহার, শস্য বিন্যাসে ডাল, তেল, মসলা ও সবজি  জাতীয় ফসল অন্তর্ভুক্ত করে ফসলের বহুমুখীতা এবং নিবিড়তা বৃদ্ধি,  বাংলা গ্যাপ  সূচনা  এবং  বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ  খাদ্য উৎপাদন, সম্প্রসারণ কর্মীর প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা উন্নয়ন, কৃষক কৃষানীদের প্রযুক্তিগত  জ্ঞান  বৃদ্ধিকরণ,  দ্রুত  প্রযুক্তি  বিস্তারে ই-কৃষি প্রবর্তন, খামার যান্ত্রিকিকরণ, শুদ্ধাচার কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপণা উন্নয়ন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমির ব্যভহার করে প্রদর্শনী আকারে বসতবাড়ির আঙ্গিনায় সবজি ও পুষ্টি বাগান স্থাপন, মাটির স্বাস্থরক্ষায় জৈবসার উৎপাদন ও অধিক ব্যবহারে কৃষককে উদ্বুদ্ধকরন এবং এ ক্ষেত্রে উদ্যোক্তা তৈরী করন।