Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
বটিয়াঘাটা উপজেলায় বিসিআরএল প্রকল্পের আওতায় এফএফএস স্কুল ও অফ সিজন তরমুজের ক্ষেত পরিদর্শন করেন ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান অতিরিক্ত পরিচালক, প্রশাসন ও অর্থ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা মহোদয়, আরো উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল এর অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল, খুলনা মহোদয়। উপস্থিত ছিলেন খুলনা জেলার উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, খুলনা মহোদয়, পার্টনার প্রোগ্রাম এর সিনিয়র মনিটরিং অফিসার, মঃ মোছাদ্দেক হোসেন,খুলনা অঞ্চল, খুলনা মহোদয়,  উপজেলা কৃষি অফিসার মোঃ আবু বকর সিদ্দিক,বটিয়াঘাটা, খুলনা,কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আলঙ্গীর হোসেন, উপসহকারী কৃষি অফিসার বৃন্দ।বটিয়াঘাটা, খুলনা।


আমাদের অর্জন সমূহ

২০২৩-২৪ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ :

সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরে চালের মোট উৎপাদন ৫৮০৮৬৯মে.টন যা মধ্যে বোরো ধান ২৭০৭০৮ মে.টন (চালে), রোপা আমন ৩০৪৫৮১ মে.টন (চালে), আউশ ধান উৎপাদন ৫৫৮০ মে.টন (চালে) এবং মোট খাদ্য শস্যের (চাল+গম+ভূট্টা) উৎপাদন লক্ষ্য মাত্রা ৫৩৪৮৫৪ মে.টন।

লাগসই আধুনিক প্রযুক্তির উপর জন কৃষক কৃষানীকে ১৮৭৭৬ প্রশিক্ষণ প্রদান।

আধুনিক প্রযুক্তির উপর ৪৭৬ জন সম্প্রসারণ কর্মীকে প্রশিক্ষণ প্রদান।