Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
৯/১২/২৪ তারিখ কৃষি উপদেষ্টা মহাদয়ের কৃষি মন্ত্রাণালয়ের খুলনা অঞ্চলের জেলাসমূহের দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় ও কার্যক্রম পরিদর্শন।
স্থান - অতিরিক্ত পরিচালকের কার্যালয়, খুলনা অঞ্চল, খুলনা।



প্রকল্প পরিদর্শন

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ০৯ (নয়) টি উপজেলা ০২ (দুই) টি মেট্রোপলিটন কৃষি অফিস নিয়ে গঠিত। উপজেলা গুলো হচ্ছে-ডুমুরিয়া, ফুলতলা, দিঘলিয়া, তেরখাদা, রুপসা,বটিয়াঘাটা, দাকোপ, পাইকগাছা ও কয়রা। খুলনা সিটি কর্পোরেশনের মধ্যে কৃষি বিভাগীয় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মেট্রোপলিটন কৃষি অফিস, দৌলতপুর ও মেট্রোপলিটন কৃষি অফিস,লবনচরা এই দুই ভাগে বিভক্ত করে কৃষি বিভাগীয় কার্যক্রম অব্যাহত আছে। উপজেলা পর্যায়ে উপজেলা কৃষি অফিসার/অতিরিক্ত কৃষি অফিসার/কৃষি সম্প্রসারণ অফিসার/সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ইউনিয়ন পর্যায়ে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত পরিদর্শন করে থাকেন। মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন কৃষি অফিসার/কৃষি সম্প্রসারণ অফিসার ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার খুলনা সিটি কর্পোরেশনের মধ্যে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শন করেন। জেলা পর্যায়ে কর্মরত উপ-পরিচালক/জেলা প্রশিক্ষণ অফিসার/অতিরিক্ত উপপরিচালক (শস্য/ পিপি/উদ্যান) ও কৃষি প্রকৌশলী  উপজেলা অফিসে কর্মরত ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের কার্যক্রম মনিটরিং করে থাকেন।  মনিটরিং/ পরিদর্শনকালে উপস্থিত কর্মকর্তা/উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক/কৃষানীদের সেবামূলক পরামর্শ প্রদান করেন। কৃষি  সম্প্রসারণ অধিদপ্তর কৃষি উৎপাদন, বিপণন ও রপ্তানিতে যুগযুগ ধরে একটি গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে আসছে। কৃষি বিভাগ একটি পুরাতন ঐতিহ্যবাহী সরকারী প্রতিষ্ঠান। সার্বক্ষনিক কৃষকের উন্নয়ন ও সেবায় ব্যস্ত থাকেন। কৃষি উৎপাদনে আধুনিক ও লাগসই প্রযুক্তি কৃষকের দোর গোড়ায় পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অধিক ও মান সম্পন্ন ফসল উৎপাদনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অগ্রনী ভুমিকা পালন করে আসছে। যার কারনে দেশ আজ হয়েছে খাদ্যে ¯^qs সম্পূর্ন এবং উদ্বৃত্ত খাদ্য বিদেশে রপ্তানী করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ  অকুতোভয় সৈনিকের মত খুলনা জেলার ৬৮ টি ইউনিয়ন, ০২ টি পৌরসভা ও ০২ টি মেট্রোপলিটন এলাকায় সার্বক্ষনিক ২১৪ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা্ অতন্দ্র প্রহরীর ন্যায়  জেলার ৩,২৭,৭১১ টি কৃষি পরিবারের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।