আধুনিক কৃষি প্রযুক্তি হস্তান্তর:
(১) প্রদর্শনী স্থাপন
(২) মাঠ দিবস
(৩)কৃষক র্যালি, কৃষি প্রযুক্তি মেলা।
(৪) দলীয় আলোচনা ও ব্যক্তিগত যোগাযোগ ।
(৫) ই-কৃষি সার্ভিস
(৬) সেমিনার ও ওয়ার্কসপ
(৭) পোস্টার , লিফলেট , ফ্লিপ চার্ট ।
(৮) জারি গান ভিডিও শো ।
কৃষকদের দক্ষতা উন্নয়ন:
(১) কৃষক প্রশিক্ষণ
কৃষির সমস্যা বিষয়ে পরামর্শ :
(১) ইউনিয়ন কমপ্লেক্স এবং কৃষি পরামর্শ কেন্দ্রে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দ্বারা কৃষি বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
(২) ই-কৃষি সার্ভিস
(৩) উপজেলা কৃষি অফিস
(৪) উপ-পরিচালকের অফিস
(৫) কৃষকদের ফসলের মাঠ পরিদর্শন
কৃষি উপকরণ সহজলভ্যকরণ :
(১) বিসিআইসি ও খুচরা সার বিক্রেতাদের মাধ্যমে বিভিন্ন প্রকার সার বিতরণ।
(২) কীটনাশক ডিলারদের মাধ্যমে বিভিন্ন প্রকার কীটনাশক বিক্রয় করা।
(৩) বিএডিসি’র বীজ ডিলারদের মাধ্যমে বিভিন্ন প্রকার বীজ বিক্রয় করা।
(৪) চাষী পর্যায়ে বীজ সংরক্ষণ।
(৫) প্রাইভেট বীজ কোম্পানীর মাধ্যমে বীজ সরবরাহ ।
কৃষক সংগঠন :
(১) আইপিএম, আইসিএম, সিসিএফএস, এফটিএফএফএস এর মাধ্যমে।
(২) এসসিডিপি কৃষক গ্রুপ তৈরী ।
কৃষক র্যালি, কৃষি প্রযুক্তি মেলা।
(১) বিভিন্ন প্রকল্পের মাধ্যমে।‘
(২)ঋণ প্রদানকারী ব্যাংক/সংস্থার মাধ্যমে।
(৩) বৃক্ষ মেলা ।
ভর্তুকি:কৃষি ভর্তুকির কার্ড সরবরাহ, কৃষি পুনর্বাসন বাস্তবায়ন, কৃষি প্রনোদনা প্যাকেজ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস