শিরোনাম
রবি (২০২২-২৩) মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী ও শীতকালিন পেঁয়াজ বীজ উৎপাদনের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় মেট্রোপলিটন কৃষি অফিস, দৌলতপুর, খুলনা এর সকল ব্লকের সর্বমোট ১৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ৮০ জন সরিষা চাষীর মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। এছাড়াও পর্যায়ক্রমে গম, ভুট্টা, সূর্যমুখী ও শীতকালীন পেঁয়াজ চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, খুলনা; বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, খুলনা; কৃষিবিদ মোঃ মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার, দাকোপ, খুলনা এবং দূর্গাপদ সরকার, প্রকল্প কর্মকর্তা, প্রদীপন এবং সদস্য মেট্রোপলিটন কৃষি পুনর্বাসন কর্মসূচী। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মোছাঃ হুসনা ইয়াছমিন, মেট্রোপলিটন কৃষি অফিসার, দৌলতপুর, খুলনা।